১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

আইইবির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগমীকাল

নিজস্ব প্রতিবেদক:

আগমীকাল সোমবার দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটিকে আইইবি ‘ইঞ্জিনিয়ার্স ডে’ হিসেবে প্রতি বছর পালন করে আসছে।

রবিবার আইইবির কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী আবদুস সবুরের সভাপতিত্ব লিখিত বক্তব্য পাঠ করেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘উন্নত জগত গঠন করুন’ এ সুমহান আদর্শকে সামনে রেখে জাতীয় উন্নয়ন তথা দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে ইনস্টিটিউশন যাত্রা শুরু করে। আইইবি এই দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান। আইইবি বাংলাদেশের প্রকৌশলীদের প্রাচীনতম প্রতিষ্ঠানও বটে। ১৯৪৭-এ পাকিস্তান সৃষ্টির পর আইইবি-ই একমাত্র জাতীয় প্রতিষ্ঠান, যার সদর দপ্তর বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আইইবি আমাদের গর্ব এবং অহংকার।

তিনি আরও বলেন, প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধন, বিশ্বের নিত্য নতুন, আধুনিক প্রযুক্তির সাথে প্রকৌশলীদের পরিচয় করে দেয়া, বিদেশি প্রযুক্তিকে দেশোপযোগী করে প্রয়োগ, বিভিন্ন কারিগরি ইস্যু, উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে পরামর্শ ও সিদ্ধান্ত প্রণয়নে সহযোগিতা করা এবং প্রকৌশলীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ সাধনে ইনস্টিটিউশন ৭০ বছর থেকে অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছে।

পরে তিনি ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ মে সোমবার আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৭টায় আইইবি সদর দপ্তর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে আইইবি সদর দপ্তর, রমনা, ঢাকা প্রাঙ্গণে জাতীয় ও আইইবির পতাকা উত্তোলন, শপথ গ্রহণ, র‌্যালি অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল সাড়ে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে ‘US Bangla Air Craft Accident at Tribhuban Airport, Kathmandu, Nepal on 12 March, 2018 : Lesson Learnt and Preparedness’ শীর্ষক গোলটেবিল বৈঠক আইইবির কাউন্সিল হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী এ.কে.এম. শাহজাহান কামাল। সন্ধ্যা ৭টায় আকাশে আতশবাজি ফুটানো হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আইইবির ভাইস প্রেসিডেন্ট এস এম মনজুরুল হক মঞ্জু, নুরুজ্জামান, এম এম সিদ্দিক, মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সহকারী সাধারণ সম্পাদক কাজী খায়রুল বাশার, আবুল কালাম হাজারী, নজরুল ইসলাম, মামুনুর রশিদ, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ সিকদার, ভাইস প্রেসিডেন্ট মুসলিম উদ্দিন, মোজাম্মেল হক, সম্পাদক শাহাদাৎ হোসেন শীবলু প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৬, ২০১৮ ৮:০৩ অপরাহ্ণ