১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

গাজীপুর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানসহ আটক ৪

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিরর মেয়রপ্রার্থী হাসান সরকারের বাসার সামনে থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে হাসান সরকারের টঙ্গীর বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শেষে বের হওয়ার পর তাদের আটক করা হয়।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসান সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় বাসায় সামনে থেকেই নোমানসহ চারজনকে আটক করা হয়। তবে অন্য তিনজনের নাম তিনি জানাতে পারেননি। এছাড়া আটক করে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও জানা নেই তার।

হাইকোর্টের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতিক্রিয়া জানাতেই মূলত এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয় বলে জানা গেছে।

আগামী ১৫ মে এই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিল। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম এবং বিএনপি থেকে হাসান উদ্দিন সরকার মেয়র পদে প্রার্থী হয়েছেন। তারা সমানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৬, ২০১৮ ৬:১৩ অপরাহ্ণ