নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে এক পোশাকশ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন আসামির রিমান্ডে আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার বিচারিক হাকিম আতিকুর রহমান এ আদেশ দেন।
ঢাকা জেলার আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আসাদুজ্জামান জানান, সাভার থানা পুলিশ তিন আসামিকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিচারক রিমান্ডের আবেদন নাকচ করে তিন কার্যদিবস কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তিন আসামি হলেন সাভার পৌর এলাকার নামা গেন্ডা ময়লার মোড় এলাকার সোহাগ (৩২), বারেক (২৮) ও মামুন (৩০)। গতকাল শুক্রবার রাতে নামা গেন্ডা ময়লার মোড়ের মহল্লা থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
নথি থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করেন। গত শুক্রবার রাত ৮টার দিকে কারখানা থেকে ছুটির পর বাসায় ফিরছিলেন তিনি। পথে টিবিসি নামক একটি ইটভাটার সামনে পৌঁছালে সেখানে আগে থেকে উৎ পেতে থাকা আট-দশজন যুবক তাঁর গতিরোধ করে।
এ সময় বখাটে যুবকরা পোশাকশ্রমিকের মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পোশাকশ্রমিকের বাবা বাদী হয়ে সাভার থানায় মামলা করেন। এর পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
দৈনিক দেশজনতা/এন এইচ