১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

ব্যাঙ্গালুরু ১২৮ রানের লক্ষ্য দিল চেন্নাইকে

স্পোর্টস ডেস্ক:

এবি ডি ভিলিয়ার্স জ্বর কাটিয়ে দলে ফেরায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং নিয়ে চিন্তা কমেছিল বেশ খানিকটা; কিন্তু দলে ফিরলেও ব্যর্থ হলেন তিনি। ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি এবং মারকুটে ওপেনার ব্রেন্ডন ম্যাককালামও। উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের হাফসেঞ্চুরি এবং শেষদিকে কিউই পেসার টিম সাউদির ঝড়ো ব্যাটিংয়ের ফলেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে ব্যাঙ্গালুরু।

ঘরের মাঠে টসে জিতে ব্যাঙ্গালুরুকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালুরু। উপরের সারির ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবলমাত্র পার্থিবই। কোহলি ৮, ম্যাককালাম ৫ এবং ডি ভিলিয়ার্স করেন ১ রান।

চেন্নাইয়ের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। এছাড়া হরভজন সিং ২টি ও লুঙ্গি এনগিদি এবং ডেভিড উইলি ১টি করে উইকেট নেন। এই ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে চেন্নাই।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৫, ২০১৮ ৭:০৪ অপরাহ্ণ