১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরও বেড়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণমাধ্যম একসঙ্গে যায় না। শুধু গণমাধ্যম নয়, এখন রাজনীতি-অর্থনীতি কোথাও স্বাধীনতা নেই। সব আওয়ামী লীগের হাতে চলে গেছে।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বুধবার তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছে। এখন এই নিয়ন্ত্রণ আরও বেড়েছে।

এর আগে তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে কল্যাণ পার্টির এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ চায়, নিজেরা রেফারি থাকবে। নিজেরাই লাইন্সম্যান থাকবে। একতরফা খেলে জয়ী হবে। কিন্তু একতরফা খেলা হবে না।

প্রকাশ :মে ৩, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ