২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৩

কাশ্মীরে সংঘর্ষে ৩ স্বাধীনতাকামী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও স্বাধীনতাকামীদের মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে উপত্যকার তাবেলা ছত্তাবল এলাকায় এ সংঘর্ষ হয়।

সেনা সূত্রে খবর, ভোর সাড়ে চারটা নাগাদ ছত্তাবলের গরিমহাল্লা এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের কথা জানার পরই সেখানে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশ ও সিআরপিএফ। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর তাদের আত্মসমর্পণের আহ্বান জানালে যৌথবাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। দুই পক্ষের গোলাবর্ষণে তিন জন নিহত হয়। এছাড়া সিআরপিএফ’এর এক সদস্যও আহত হয়, তার পা’য়ে গুলি লেগেছে বলে জানা গেছে।

অন্যদিকে শ্রীনগরেরর নুরবাগ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয়েছে একজন সাধারণ নাগরিকেরও। ঘটনার পর গুরুতর আহত ব্যক্তিকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা দেয় চিকিৎসক। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিরাপত্তা বাহিনীর গাড়ির ধাক্কায় আদিল আহমেদ ইয়াদু নামে ওই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

তিন স্বাধীনতাকামী নিহত হওয়ার ঘটনায় জম্মু-কাশ্মীল পুলিশের ডিজি শেশ পল বেদ জানান, ‘শ্রীনগরের ছত্তাবলে অভিযানের শেষ। তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৫, ২০১৮ ৪:১৭ অপরাহ্ণ