নিজস্ব প্রতিবেদক :
সাভারে এক নারী পোশাক শ্রমিক কারখানা থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের উলাইলের ময়লারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ওই নারী পোশাক শ্রমিক উলাইলে আনলিমা টেক্সটাইল কারখানায় কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে ৭-৮ জন যুবক তাকে আরিচা মহাসড়ক থেকে অপহরণ করে ময়লার মোড় নামক স্থানের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। পরে তারা তাকে ধর্ষণ করে সেখানে ফেলে রেখে যায়। স্থানীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
সাভার মডেল থানার এসআই ইবনে ফরহাদ সংবাদমাধ্যমকে বলেন, ওই নারীর স্বজনরা শুক্রবার রাতে থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
এসআই আরও জানান, শনিবার সকালে গণধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তির জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ