স্পোর্টস ডেস্ক:
আগামী ১৪ থেকে ১৮ জুন বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। আর সে সময়ই ভারতের অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে না খেলে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাবেন। আফগানদের বিপক্ষে না খেলা নিয়ে কিছুদিন ধরেই কোহলিকে নিয়ে সমালোচনা চলছে। তারই মাঝে ঘুরিয়ে-ফিরিয়ে ভারতের অধিনায়ককে অপমান করলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ।
আফগানিস্তানের এই ব্যাটসম্যানের ওজন প্রায় ২০০ কেজি। আর এই শরীর নিয়ে তিনি বিরাটের চেয়ে জোরে ছক্কা হাঁকাতে পারেন বলে জানিয়ে দিলেন।
ছন্দশীল ব্যাটিংয়ের কারণে আফগানিস্তানের এই ক্রিকেটার খুব জনপ্রিয়। ফিটনেস নিয়ে বিরাট কোহলির মত না ভেবে এই শরীর নিয়েই তিনি ব্যাট চালান। মোহাম্মদ শেহজাদ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজেই বলেন, ‘আমি ফিটনেসের জন্য যেমন খাটি, তেমনই ভরপুর খাওয়া দাওয়াও করি। কোহলির মতো ফিটনেস রুটিন ফলো করা কখনোই সম্ভব নয়।’
তাছাড়া কোহলির চেয়ে জোরে বাউন্ডারি মারা নিয়ে বিতর্কিত ভাবে তিনি বলেন,‘কোহলি যত বড় ছক্কা মারতে পারে, আমি তার থেকেও বড় ওভার বাউন্ডারি মারতে পারি। তাহলে তার মতো অনুশাসন মেনে ডায়েট ফলো করার দরকার কি?
দৈনিক দেশজনতা/ টি এইচ