১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

বিকালে চেন্নাই-বেঙালুরু মুখোমুখি

স্পোর্টস ডেস্ক:

চলতি আইপিএলে ৮টি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। বাকি আছে আরো ৬টি ম্যাচ। তবে বিরাট কোহলির দলটি এবার তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। পয়েন্ট তালিকাতেও তারা আছে ষষ্ঠ অবস্থানে। সামনের একটি ম্যাচ হারলেও দলটির কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা শঙ্কার মধ্যে পড়ে যাবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পুনেতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

এবারের আইপিএলে সবচেয়ে ব্যালান্সড দল ছিল বেঙালুরু। কিন্তু মাঠের পারফরম্যান্সের দিক থেকে তাদের অবস্থান ছিল শেষের দিকেই। ৮ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে দলটি। টানা তিন হারের পর সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ের মুখ দেখেছে বেঙালুরু। চেন্নাইয়ের বিপক্ষেও এই ধারা বজায় রাখতে চাইবেন কোহলি-এবি ডি ভিলিয়ার্সরা।

অন্যদিকে চেন্নাইয়ের অবস্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ৯ ম্যাচ খেলে ৬টিই জিতেছে দলটি, পয়েন্ট ১২। এবারের আইপিএলের সেরা ব্যাটিং আক্রমণ বলা যায় তাদের। তবে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে মহেন্দ্র সিং ধোনির দলটি। তাই তারা চাইবে ম্যাচটি জিততে। আর জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে চেন্নাই।

প্রকাশ :মে ৫, ২০১৮ ১১:১০ পূর্বাহ্ণ