নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে হুন্ডির টাকা আনার সময় ১০ লাখ টাকাসহ মিজানুর রহমান (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ী সীমান্তের জিরোপয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
আটক হুন্ডি ব্যবসায়ী মিজানুর রহমান ভোমরা ইউনিয়নের লক্ষিদাঁড়ী গ্রামের ইব্রাহিম গাজির ছেলে।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমাণ হুন্ডির টাকা আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের জিরো পয়েন্ট থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ মিজানুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

