১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

আজও মোস্তাফিজকে একাদশে রাখেনি মুম্বাই

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে নেই টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এর আগের দুইটি ম্যাচেও মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স।

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। কাইরন পোলার্ডের বদলে একাদশে ঢুকেছেন এভিন লিউইস। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, কিংস ইলেভেন পাঞ্জাব এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে।

কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ: লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, যুবরাজ সিং, মার্কাস স্টয়নিস, রবীচন্দ্রন অশ্বিন (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: সূযকুমার যাদব, এভিন লিউইস, ইশান কিষাণ (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, রোহিম শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকান্দে, জ্যাসপ্রীত বুমরাহ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৮:৫৩ অপরাহ্ণ