আন্তর্জাতিক ডেস্ক:
ভুল পার্কিংয়ের অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বাবাকে। ৫ বছরের ছেলে বাবাকে ছাড়তে রাজি নয়। সেও হাজির হয়েছে আদালতে। আর তাকে দেখেই বিচারকের মাথায় এল এক বুদ্ধি। ছোট্ট জেকবকে বিচারক ডেকে তাকে আদর করে কোলে বসিয়ে তিনি কিছুক্ষণ গল্প করেন। জিজ্ঞাসা করেন কত বয়স তোমার?
জেকব: ৫
বিচারক: তুমি কি স্কুলে যাও?
জেকব: না এখনও যাইনি।
বিচরক: সত্যিই যাওনি?
জেকব: সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন স্কুলে যাওয়া শুরু করব।
বিচারক: তুমি বড় হয়ে কী হতে চাও? কোনও ভাবনাচিন্তা করেছ?
জেকব: আমি কুক হতে চাই।
বিচারক: হ্যাঁ! কুক হতে চাও?
জেকব: হ্যাঁ কুক হতে চাই। আমি আর আমার বাবা এক সঙ্গে পিৎজা তৈরি করি। আমরা দু’জনেই খুব ভাল কুক।
বিচারক: তুমি কুক হয়ে কী রান্না করবে?
জেকব: পিৎজা তৈরি করব।
বিচারক: বেশ, আচ্ছা আমি এখন একটা সঙ্কটের মধ্যে রয়েছি। তুমি কি আমায় সাহায্য করতে পারবে? তোমার বাবার বিরুদ্ধে ভুল জায়গায় গাড়ির রাখার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে আমার কাছে তিনটে অপশন রয়েছে তোমার বাবার জন্য, এক) ১ হাজার ৯৩৫ টাকা ফাইন। দুই) ৫ হাজার ৮০৬ টাকা জরিমানা, তিন) কোনও জরিমানা না করেই তাকে ছেড়ে দেওয়া। তোমার মত কী?
জেকব: ১ হাজার ৯৩৫ টাকা ফাইন।
বিচারক: তুমি খুব ভাল বিচারক জেকব। তুমি কিং সলেমনের মতোই বিচার করেছে। ফাইন করার থেকেও ভাল শাস্তি কী হতে পারে?
জেকব: কিছু না।
বিচারক: কিছু না! তুমি কি ব্রেকফাস্ট করেছ?
জেকব: না।
বিচারক: তোমার বাবার সঙ্গে আমি এবার একটা ডিল করব, ঠিক আছে? তোমার বাবা তোমাকে ব্রেকফাস্ট করাতে নিয়ে যাবে, তাহলেই এই মামলা থেকে ছাড় পেয়ে যাবে। কী মনে হয় তোমার?
জেকব: হ্যাঁ।
বিচারক: বাবার ১ হাজার ৯৩৫ টাকা বাঁচিয়েছ তুমি। এখন অনেক ভাল খাবার অর্ডার করতে পারবে।
জেকব ও বিচারকের এই কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই ৮০ লাখ ভিউ হয়ে গিয়েছে। জেকবের উপস্থিত বুদ্ধিতেই মুগ্ধ সবাই। আমেরিকার রোড আইল্যান্ডের প্রাদেশিক মিউনিসিপাল কোর্টের এই ঘটনাটি টেলিভিশনের রিয়েলিটি শোতেও দেখানো হয়েছিল।
দৈনিক দেশজনতা/এন এইচ