নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। তিনি বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র যুব ঐক্যবদ্ধ পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, শক্তিমান চাকমাকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর এ ধরনের নির্মম হামলা, নির্যাতন-নিপীড়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে তারা ভোটদানে বিমুখ হয়ে পড়বেন। এ সময়ে শক্তিমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্যবদ্ধ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নির্মল চ্যাটার্জি, সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপ্তিষ চন্দ্র হালদার প্রমুখ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে (৫৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সহকারী রুপম চাকমাও (৩৫) গুলিবিদ্ধ হন।
দৈনিক দেশজনতা/ টি এইচ