১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

পুত্র মায়ানকে নিয়ে উমরাহ পালন করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:

মুশফিক- মন্ডি দম্পতির প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান। গেল ফেব্রুয়ারিতে তাদের ঘর আলো করে পৃথিবীতে আগমন করে এ শিশু। এবার শিশুপুত্রকে নিয়ে পবিত্র উমরাহ পালন করলেন মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ও সন্তানের ছবি পোস্ট করে এ খবর দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ছবিতে দেখা যাচ্ছে, মায়ানকে কোলে নিয়ে পবিত্র মক্কা শরিফের সামনে দণ্ডায়মান ৩০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সদ্য শেষ হয়েছে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এখন আর কোনো খেলা নেই। এ সুযোগটাকে দারুণভাবে কাজে লাগালেন মুশফিক। কিছু দিন পর শুরু হবে পবিত্র মাহে রমজান। এর আগে উমরাহ পালন করলেন বাংলাদেশ সাবেক অধিনায়ক।

সামনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। কিছু দিন পর শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।দেশে ফিরেই আবার ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন মুশি।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ৪, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ