২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫১

ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১২৫, ফের ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরাঞ্চলে ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৫ জন হয়েছে। এর মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো ঝড় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ঝড়ো হাওয়া ও বজ্রপাতে বহু গ্রাম তছনছ হয়ে গেছে। ঘরবাড়ির দেয়াল ধসে গেছে। আহত হয়েছেন অনেকে।

উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার কার্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত ২০ বছরে এত মৃত্যুর ঘটনা ঘটল। এই সংখ্যা আরো বাড়বে বলেও আশঙ্কা করছেন কর্মকর্তারা।

লোকজনকে সতর্ক থাকতে বলেছে রাজ্য ত্রাণ কমিশনারের কার্যালয়।

আজ শুক্রবার ভারতের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সপ্তাহান্তে বিস্তৃত আকারে ঝড় হতে পারে।

উত্তর প্রদেশ ও রাজস্থানে ঝড়ে বিদ্যুৎ চলে গেছে, গাছপালা উপড়ে গেছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অনেক পশু মারা গেছে।

উত্তর প্রদেশের আগ্রা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী রাজস্থান রাজ্যের আলওয়ার, ভারতপুর ও ধলপুরে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতদের বেশির ভাগই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় ধূলিঝড় ও বজ্রপাতের বাড়ি ধসে তাদের মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন। উত্তর প্রদেশের রাজ্য সরকার নিহতদের পরিবারপ্রতি চার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে।

এদিকে, দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশেও ঝড় হয়েছে। অনেকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজস্থান রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সচিব হেমন্ত গেরা বলেন, ‘আমি ২০ বছর ধরে চাকরি করছি। এ রকম খারাপ অবস্থা কখনো দেখিনি।’ তিনি বলেন, ‘আমরা ১১ এপ্রিল ধূলিঝড়ের আশঙ্কা করেছিলাম, যাতে ১১ জন নিহত হয়। কিন্তু এবার রাতে অনেক মানুষ ঘুমিয়ে ছিল, যার ফলে বাড়ি থেকে বের হতে পারেনি। মাটির দেয়াল তাদের ওপর ধসে পড়ে।’

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৪, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ