আন্তর্জাতিক ডেস্ক:
আগামী ৬ মে লেবাননের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন। ১২৮ আসনের আইনসভায় বর্তমানে ৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রয়েছে। অথচ দেশটির আসন্ন আইনসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন ৮৬ জন প্রার্থী।
প্রাথমিকভাবে ৯৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, যার মধ্যে নারী ১১১ জন। অথচ ২০০৯ সালে মাত্র ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রার্থীতা প্রত্যাহারের পর মোট ৫৮৩ জন প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বীতায়, যার মধ্যে নারী ৮৬ জন। যা মোট প্রার্থী সংখ্যার ২২ শতাংশ।
দেশটির সামগ্রিক নারী উন্নয়ন ক্যাটাগরিতে এটি ইর্ষাণ্বিত হওয়ার বিষয়। ২০১৬ সালের ইউএনডিপির মানব উন্নয়ন সূচক অনুযায়ী কর্মজীবী নারীর সংখ্যা মাত্র ২৩.৫ শতাংশ। নারী বৈষম্যের দিক থেকে ১৫৯টি দেশের মধ্যে লেবাননের অবস্থান ওই সূচক অনুযায়ী ৮৩ নম্বরে। আর ২০১৭ সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে লেবাননের অবস্থান ১৪৪ দেশের মধ্যে ১৩৭তম।
দৈনিক দেশজনতা/ এন আর