১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

ভারতের বিহারে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও অনেকে৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বাসটি মুজাফ্ফরপুর থেকে দিল্লি যাচ্ছিল৷

স্থানীয় সূত্র অনুসারে বাসটি রাস্তার উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ এরপরই ভয়াবহ আগুন ধরে যায় বাসটিতে৷ কোনরকমে কয়েকজন বেরিয়ে আসতে পেরেছেন বাসটি থেকে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে চলছিল৷ আচমকা উল্টে যায়৷ তারপরই তাতে আগুন ধরে যায়৷ ফলে বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার কার সম্ভব হয়নি৷ ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে৷ জেলা প্রশাসনের তদারকিতে চলছে উদ্ধারকাজ৷

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় পুলিশ৷ জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন৷ আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :মে ৩, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ