১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

বোমার হামলার হুমকিতে মালয়েশীয় বিমান অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশীয় এয়ারলাইন্সের একটি বিমানে যাত্রীর বোমা হামলার হুমকিতে জরুরি ভাবে বিমানটি যাত্রাস্থলে অবতরণ করে। বুধবার বিমানটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রার ১৪ মিনিটের মধ্যেই এক যাত্রী বোমা হামলার জন্য বিমানটির ককপিটে প্রবেশের চেষ্টা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‘সন্দেহভাজন ওই ব্যক্তি শ্রীলংকার নাগরিক এবং সে মাতাল অবস্থায় ছিল। ‘ মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্য ‘দ্য স্টার’ এ খবর জানিয়েছে। ‘ফ্লাইট MH128’ নামের ওই বিমানটি যাত্রাস্থল মেলবোর্নে অবতরণের পরপর সন্দেহভাজন হামলা চেষ্টাকারীকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১, ২০১৭ ১২:১৫ অপরাহ্ণ