১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

জয়ার ‘বিসর্জন’ এবার বাংলাদেশে

বিনোদন ডেস্ক:

‘‘জয়া আহসানের ‘বিসর্জন’ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কিছু কাজ বাকি আছে। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশে আসছে ঈদের পর মুক্তি পাবে।’’ এই সংবাদ জানালেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

এদিকে,  কলকাতায় জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ ছবিটি মুক্তি পায় গত বছরের ১৪ এপ্রিল। ছবিটি নিয়ে বেশ প্রশংসা কুড়ান এ তারকা। শ্রেষ্ঠ বাংলা সিনেমা বিভাগে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় এটি।

এবার ছবিটি এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। জয়া অভিনীত এটাই প্রথম কোনও ভারতীয় ছবি যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

জানা গেছে, ঈদের পরের যে সিনেমা মুক্তির গ্যাপ থাকে; তখন ছবিটি মুক্তি পাবে। প্রথম সপ্তাহে খুব অল্প সংখ্যক হলে এটি মুক্তি দেওয়ার কথা।

ছবিটিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার আবির চ্যাটার্জি। অপেরা মুভিজের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। সংগীতায়োজন করেছেন প্রয়াত কালিকাপ্রসাদ।

দৈনিক দেশজনতা/ এন আর

 

 

প্রকাশ :মে ৩, ২০১৮ ৫:২১ অপরাহ্ণ