১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:০১

বিএনপির প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩ মে) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন।

বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন  স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতুল্লাহ বুলু ও সুপ্রিম কোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত অাছেন।

অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্ব কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন।

প্রকাশ :মে ৩, ২০১৮ ৪:০৩ অপরাহ্ণ