১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:২১

ঝিনাইদহে ইয়াবা ও ফেনসিডিলসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ সেলিনা পারভীন বিউটি (৪৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান,শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় মাদক বিক্রেতারা মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৯৮ ইয়াবা ও ২২ বোতল ফেনসিডিলসহ বিউটিকে আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

প্রকাশ :মে ৩, ২০১৮ ৩:৪৮ অপরাহ্ণ