১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

উচ্চ রক্তচাপ কমায় কুমড়ার বীজ

স্বাস্থ্য ডেস্ক:

ছোট জিনিসের বড় গুণ- কথাটা অনেকখানি সত্যি কুমড়া বীজের ক্ষেত্রে। এটি চিবিয়ে খেতে বেশ মজা লাগে। পুষ্টিবিদরা বলছেন, শুধু স্বাদ নয়, মিষ্টি কুমড়ার বীজ পুষ্টি গুণেও অনন্য। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ আছে। এক মুঠো কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম,জিঙ্ক এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। উচ্চ মানের পুষ্টি গুণের কারণে কুমড়ার বীজ সুস্বাস্থ্যের জন্য উপকারী।

মিষ্টি কুমড়ার বীজে এল -আরজিনাইন নামক এক ধরনের উপাদান থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমায়। এ কারণে এটি হৃদরোগের জন্য উপকারী।

কুমড়ার বীজ শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এ কারণে এটি ডায়বেটিস রোগীদের জন্যও উপকারী।

কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি এসিড থাকে। এগুলো ত্বকের শুষ্কতা কমায় এবং ত্বক সজীব থাকতে সাহায্য করে।

চুল পড়া অতি পরিচিত একটি সমস্যা। কুমড়ার বীজে থাকা ফাইটোস্টেরলস উপাদান চুল পড়া রোধে সাহায্য করে।

গ্যাষ্ট্রিক , প্রষ্টেট, স্তন, ফুসফুস এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে কুমড়ার বীজ বেশ কার্যকরী। এক গবেষণায় দেখা গিয়েছে, মেনোপেজের পর নারীরের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে কুমড়ার বীজের তুলনা নেই।

কুমড়ার বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর্থাইটিসের ব্যথা সারাতে দারুন কাজ করে। বিশেষ করে কুমড়ার  বীজ থেকে তৈরি তেল ম্যাসাজ করলে আর্থাইটিসের কারণে সৃষ্ট প্রদাহে আরাম মেলে। সূত্র : এনডিটিভি

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩, ২০১৮ ২:৫৩ অপরাহ্ণ