১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

কলকাতার বিপক্ষে রাতে মাঠে নামবে চেন্নাই

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাতে মাঠে নামবে ধোনির চেন্নাই সুপার কিংস। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আইপিএলের চলতি আসরে আট ম্যাচ খেলে ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থানে আছে ধোনির চেন্নাই সুপার কিংস। অপরদিকে সাতটি ম্যাচ খেলে কেবল পাঁচ জয় নিয়ে টেবিলের তিন নম্বরে আছে কলকাতা। এই আসরে উড়তে থাকা চেন্নাই বেশ ছন্দে আছে। প্রতিটি ম্যাচেই দারুণ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটেও দুর্দান্ত চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। শেষ ম্যাচেও দারুণ খেলে দিল্লিকে ১৩ রানে হারায় কিংসরা। সেই ম্যাচেও মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন ধোনি। ধোনির পাশাপাশি দারুণ ছন্দে আছেন শেন ওয়াটসন-রাইডুরা।

অপরদিকে রাসেলের দারুণ অলরাউন্ডিংয়ে কলকাতাও বেশ ভালো অবস্থানে আছে। নিজেদের শেষ ম্যাচে কোহলির রাজস্থানের বিপক্ষে ৫ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় তারা। সব মিলিয়ে আজকের ম্যাচে ইডেনে টেবিলের টপের দুই দলের মধ্যেকার দারুণ একটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৩, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ