২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৭

পর্বতচূড়া ‘ইমজাৎ সে অভিযানে যাচ্ছে বাংলাদেশি অভিযাত্রী দল

নিজস্ব প্রতিবেদক:

হিমালয়ের উল্লেখযোগ্য পর্বতচূড়া ‘ইমজাৎ সে’ বা আইল্যান্ড পিক অভিযানে যাচ্ছে বাংলাদেশি একটি অভিযাত্রী দল।

এ উদ্দেশ্যে অভিযাত্রী দলটি আজ (বৃহস্পতিবার) বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছ থেকে পতাকা গ্রহণ করবে।

এতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ছড়াও অভিযাত্রী দলের পৃষ্ঠপোষক ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অভিযাত্রী দলের সদস্যরা হলেন- ইয়াসমীন লিসা, কনক আদিত্য, তারেক অণু, মারুফ কবির, হাসান রানা, সোহাগ বিশ্বাস ও নিশাত মজুমদার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩, ২০১৮ ১১:৫৭ পূর্বাহ্ণ