২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

রাজস্থানে ভয়াবহ ধুলোঝড়: নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক:

ধূলিঝড়ও যে কতটা ভয়াবহ হতে পারে তার নমুনা দেখা গেলো ভারতের রাজস্থানে। উচ্চগতির ধূলিঝড়ে রাজস্থানের বিভিন্ন অংশে কমপক্ষে ২২ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন শতাধিক। গতকাল বুধবার রাতে বিভীষিকার মতো ভারতপুর, আলওয়ার এবং ধোলপুর ডিস্ট্রিক্টের ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়। এসব অঞ্চলে ধ্বংসের ছাপ রেখে যায় ধুলো এবং ঝড়া। শত শত গাছপালা আর বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে যে, ধুলো আর ঝড়ের তা-বে  ভারতপুরে ১১ জন, আলওয়ারে ৪ জন এবং ধোলপুরে ৫ জন মারা গেছেন। এ ছাড়া ঝুনঝুনু এবং বিকানেরে আরো একজন করে নিহত হয়েছেন। বড় ধকলটা গেছে আলওয়ারে। সেখানে শতাধিক বৃক্ষকে মূল থেকে উপড়ে ফেলেছে ধূলিঝর। অনেকগুলো গাছই পড়ে আছে কোনো গাড়ি বা রাস্তায় দাঁড়ানো চলমান মুটির দোকানের ওপর। বৈদ্যুতিক তারও ছিঁড়ে নিয়েছে গাছগুলো। আরো বিপদ এড়াতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়েছে।

পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিপি সিং বলেন, এক হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। গোটা শহর এখন অন্ধকারে। বিদ্যুৎ আনতে কমপক্ষে আরো দুই দিন সময় লাগবে। রাজ্য সরকার ইতিমধ্যে দুর্যোগে রিলিফ ফোর্সকে আক্রান্ত অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করেছে।

এদিকে, অল ইন্ডিয়া কংগ্রস কমিটির জেনারেল সেক্রেটারি এবং রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত তার জন্মদিন পার্টি বাতিল করেছেন। টুইটবার্তায় তিনি লিখেছেন, ২২ জনের মৃত্যুর খবরে আমি ব্যথিত। এ ঘটনায় আরো ১০০ জন আহত হয়েছেন। তিনি আরো লিখেছেন, আমার জন্মদিনে বাড়িতে যে পার্টির আয়োজন করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৩, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ