২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫০

ফাইনালের রিয়ালের প্রতিদ্বন্দ্বী লিভারপুল

স্পোর্টস ডেস্ক:

সেমিফাইনালেই থেমে গেল রোমার স্বপ্ন। নিজেদের মাঠে ৪-২ গোলের বড় জয় পেয়েও বিদায় নিতে হলো তাদের। বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ৪-২ গোলে জিতে রোমা। কিন্তু গত সপ্তাহে নিজেদের মাঠে ৫-২ গোলে জেতা লিভারপুল দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে।
খেলার নবম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। রোমা ১৫তম মিনিটে অবিশ্বাস্য এক আত্মঘাতি গোলে সমতায় ফেরে রোমা। গোলমুখ থেকে বল ক্লিয়ার করার উদ্দেশে শট নেন ডিফেন্ডার লোভরেন। কিন্তু বলটি মিডফিল্ডার জেমস মিলনারের মুখে লেগে লিভারপুলের জালে জড়ায়। ২৫তম মিনিটে আবারো এগিয়ে যায় লিভারপুল। কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয় রোমা।এই গোলের সুবাদে ব্যবধান দাঁড়ায় ৭-৩। এরপর টানা তিনটি গোল করেও আর সেমিফাইনালে ওঠা হয়নি রোমার।
আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে শিরোপা লড়াইয়ে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মে ৩, ২০১৮ ১১:০৪ পূর্বাহ্ণ