১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

নিউজিল্যান্ড কি খেলবে পাকিস্তানে?

স্পোর্টস ডেস্ক:

আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে স্বাগতিক দেশ হচ্ছে পাকিস্তান। সিরিজটি কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। তবে, এই সিরিজটি পাকিস্তানের মাটিতে আয়োজন করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য তারা নিউজিল্যান্ডকে প্রস্তাবও দিয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের একজন মুখপাত্র বলেছেন, ‘পাকিস্তানের মাটিতে সিরিজ খেলার জন্য পিসিবি চেয়ারম্যান নিউজিল্যান্ড ক্রিকেটকে অনুরোধ জানিয়েছেন। এখন সরকার, নিরাপত্তা কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই প্রক্রিয়া শেষ হলে আমরা পিসিবিকে আমাদের উত্তর জানাতে পারব।’

২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটারদের টিম বাস লক্ষ্য করে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। তারপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। যদিও পাকিস্তান দেশে ক্রিকেট ফেরানোর জন্য টেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করে। এরপর তারা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কিছু ম্যাচ পাকিস্তানে আয়োজন করে। তাছাড়া এরই মধ্যে পাকিস্তানে সফর করেছে বিশ্ব একাদশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ৯:৩৪ অপরাহ্ণ