২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

সামরিক ব্যয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব

অনলাইন ডেস্ক :
গত বছর বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় স্নায়ুযুদ্ধের অবসানের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একটি গবেষণা সংস্থার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বুধবার প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে দেখা যায়, সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করছে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব।

পৃথিবীর বিভিন্ন দেশ ২০১৭ সালে সামরিক খাতে মোট ১.৭৩ ট্রিলিয়ন (১.৭৩ লক্ষ কোটি) ডলার ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় ১.১ শতাংশ বেশি।

এই খাতে সবচেয়ে বেশি ব্যয় করছে যুক্তরাষ্ট্র (৬১০ বিলিয়ন ডলার)। পৃথিবীর সব দেশের সামরিক খাতে মোট ব্যয়ের ৩৫ শতাংশই যুক্তরাষ্ট্রের যা একত্রে তার নিচের সাতটি দেশের চেয়ে বেশি।

এবছর দেশটির প্রতিরক্ষা খাতেও ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় স্থানে থাকা চীন ব্যয় করেছে ২২৮ বিলিয়ন ডলার। গবেষণা সংস্থাটি জানিয়েছে, চীনই এক লাফে তাদের সামরিক খাতে ব্যয় সবচেয়ে বেশি বাড়িয়েছে। ২০১৬ সালে দেশটি এই খাতে ব্যয় করেছিল ১২ বিলিয়ন ডলার।

সামরিক ব্যয়ের দিক থেকে তৃতীয় স্থানে রাশিয়াকে চতুর্থ স্থানে ঠেলে দিয়েছে সৌদি আরব। সৌদি আরব ২০১৭ সালে ব্যয় করেছে ৬৯.৪ বিলিয়ন ডলার।

তালিকায় পঞ্চম স্থানে ভারত (৬৪ বিলিয়ন ডলার), ষষ্ঠ স্থানে ফ্রান্স (৫৭ বিলিয়ন ডলার), সপ্তম স্থানে যুক্তরাজ্য (৪৭.২ বিলিয়ন ডলার), অষ্টম স্থানে জাপান (৪৫.৪ বিলিয়ন ডলার), নবম স্থানে জার্মানি (৪৪বিলিয়ন ডলার), এবং দশম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (৩৯ বিলিয়ন ডলার)।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ৯:২২ অপরাহ্ণ