নিজস্ব প্রতিবেদক:
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারাদেশে নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা) মো. সাইফুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এজন্য বুধবার দুপুর থেকে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার নৌযান চলাচল শুরু হবে।
তিনি বলেন, বেলা আড়াইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং ৩টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি পারাপার বন্ধ আছে। এছাড়া বেলা ৩টা থেকে ঢাকার সদরঘাট, সাড়ে ৩টা থেকে নারায়ণগঞ্জ, বিকেল ৪টা থেকে চাঁদপুর নৌবন্দর থেকে সব ধরনের নৌ-যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে কোনো ধরনের নৌযান না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া শান্ত হলে আবার নৌযান চলাচল শুরু করব।
প্রসঙ্গত, ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪২টি রুটে ৬৫ থেকে ৭০টি যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়।
দৈনিক দেশজনতা/ এন আর