১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

ঈদে আসছে আকবরের ২ গানের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক:

এবারের ঈদে আসছে কন্ঠশিল্পী আকবরের দু’টি গানের মিউজিক ভিডিও। গতকাল (সোমবার) রাতে রাজধানীর একটি স্টুডিওতে গান দুটিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে মিউজিক ভিডিও আকারে দুটি গান প্রকাশ হবে।

আকবরের গাওয়া নতুন এই দুই গানের শিরোনাম ‘কানামাছি’ ও ‘মাটির পরী’। দুটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন মাহফুজ ইমরান এবং সংগীতায়োজন করেছেন ভারতের নাজমূল হক। আই মিউজিকের ব্যানারে গান দুটি প্রকাশ হবে মিউজিক ভিডিও আকারে-জানালেন আকবর।

আকবর বলেন, ভিডিও প্রকাশের আগেই ওয়েলকাম টিউন হিসেবে গান দুটি চালু হয়ে যাবে। যাতে ভক্তরা নিজেদের মোবাইলে গানটি যুক্ত করতে পারেন।

২০০৩ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন আকবর। এরপর নায়িকা পূর্ণিমাকে মডেল বানিয়ে ‘হাত পাখার বাতাসে’ গানটির মাধ্যমে তারকাখ্যাতি পান এই গায়ক।

এখনও পর্যন্ত ‘একদিন পাখি উড়ে’, ‘হাত পাখার বাতাসে’, ‘হঠাৎ দেখা, ‘ইচ্ছে করে’, ‘বেদনার মেঘ’, ‘চাঁদ রূপসী’ নামে ছয়টি একক অ্যালবাম প্রকাশ করেছেন আকবর। এছাড়া এন্ড্রু কিশোর, মনির খান, এসডি রুবেলের মতো শিল্পীদের সঙ্গে ৩৫টির বেশি একক অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি।

এছাড়াও ‘বাবার জন্য যুদ্ধ’ এবং ‘কঠিন পুরুষ’ নামের দুই সিনেমায় গেয়েছেন আকবর। তার গাওয়া গানে ঠোঁট মিলিয়ে ছিলেন প্রয়াত নায়ক মান্না।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১, ২০১৮ ৬:২৬ অপরাহ্ণ