১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

হাতিরঝিলে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজাধানীর হাতিরঝিলে মোটর সাইকেল দুর্ঘটনায় মো. হেদায়তুল্লাহ খান (২৬) ও হাবিবুল্লাহ (২৫) নামে দুই বন্ধু মারা গেছেন।

বাড্ডা থানা পুলিশের এসআই আব্দুল মান্নাফ বাসস’কে জানান, হাতিরঝিলের ৪ নম্বর ব্রিজের কাছে ভোর সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই আরোহী পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ এখন ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার সময় এদের কারো মাথায় হেলমেট ছিল না। এ কারণে তারা দু’জনই মাথায় প্রচণ্ড আঘাত পান বলে পুলিশ জানায়।

বাসস’র মেডিকেল সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোটের তুলাগাঁয়ের আব্দুর রব খানের ছেলে হেদায়েতুল্লাহ খান তেজগাঁও সাত রাস্তা এলাকায় মরিয়ম গ্রুপে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তিনি তেজগাঁয়ে মা-বাবার সঙ্গেই থাকতেন। অপরদিকে তার বন্ধু গাজীপুরের কাপাসিয়া থানার গাগুটিয়া গ্রামের ফজলুল করীম ভূইয়ার ছেলে হাবিব উল্লাহ চাকরির সন্ধানে ঢাকায় এসেছিলেন। সোমবার একটি চাকরির সাক্ষাৎকার দিতে তিনি বন্ধুর বাসায় আসেন।

নিহত দু’জনই তেজগাঁও পলিটেকনিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে বের হয়েছিলেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১, ২০১৮ ৫:১৩ অপরাহ্ণ