স্পোর্টস ডেস্ক:
আজ মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। দুই জায়ান্টের এ দ্বৈরথে ভিন্ন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন রিয়ালের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্তিয়ানো রোনালদো। বার্নাব্যুতে টানা দশ ম্যাচে গোল করার রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে তাকে।
এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ২৬ মে। ইউক্রেনের রাজধানী কিয়েভের অলিম্পিয়স্কি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে। তার আগে ঘরের মাঠে বায়ার্নে বিপক্ষের ম্যাচটিকেই ‘আসল ফাইনাল’ মনে করছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। আর সেই আসল ফাইনালে তার অন্যতম ভরসা রোনালদো। কারণ, বার্নাব্যুতে সর্বশেষ টানা ৯ ম্যাচে গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার।
লা লিগা হাত ছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত করছে রিয়াল। চলতি মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ১৩ গোল করেছেন রোনালদো। যার মধ্যে ৯টিই ঘরের মাঠে। তাও টানা ম্যাচে। তবে সর্বশেষ বুধবার বায়ার্নে মাঠে দল জিতলেও গোল পাননি রোনালদো। তাই জার্মান জায়ান্টদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোনালদোর দিকেই চোখ থাকবে রিয়াল শিবিরের। আর এই ম্যাচে গোল করতে পারলে সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দশ ম্যাচে গোল করার রেকর্ড গড়বেন তিনি। সূত্র : মার্কা।
দৈনিক দেশজনতা/ টি এইচ