১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত

স্পোর্টস ডেস্ক:

দিবা-রাত্রির টেস্ট খেলা শুরু হয়েছে বেশ কয়েক বছর হলো। এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশ বাদে সব টেস্ট খেলুড়ে দেশই পেয়েছে এর স্বাদ। চলতি বছরের শেষ দিকে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে। সেখানে অ্যাডিলেড টেস্টটি দিবা-রাত্রির হওয়ার কথা ছিল। তবে দলটি জানিয়েছে তারা অস্ট্রেলিয়ায় গোলাপি বলের এই টেস্ট খেলবে না।

ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হবে নভেম্বরের ২১ থেকে ২৫ তারিখ তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে। এরপর ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। আগামী বছর জানুয়ারী মাসে ১২ থেকে ১৮ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২০১৫ সাল থেকে প্রতিবছর অস্ট্রেলিয়া অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করে আসছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গ্রীষ্মকালে তাদের হোম ম্যাচের সূচি ঘোষণা করেছে। সেখানে ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্ট শুরু হওয়ার কোন সময় জানানো হয়নি। তবে সিএ ভারতকে রাজী করানোর চেষ্টার ত্রুটি করছে না। প্রধান নির্বাহী জেমস সাডারল্যান্ডও এ বিষয়ে আন্তরিক, ‘ভারতের বিপক্ষে আমরা অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্ট খেলতে চাই। এটা আমাদের অগ্রাধিকার। তবে এই বিষয়টি নিয়ে আমরা এখনও কাজ করছি। সামনের সপ্তাহগুলোতে উত্তর পাওয়ার আশা করছি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১, ২০১৮ ১২:৫২ অপরাহ্ণ