২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৫

ন্যাশনাল হাসপাতালে অবস্থান কর্মসূচি বকেয়া বেতনের দাবিতে

নিজস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো.আবদুস সালামের কার্যালয়ের সামনে প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা দাবি আদায়ে মুহুর্মুহু স্লোগান দেন। পরিচালক ম্যানেজিং বোর্ডের সদস্যদের নিয়ে রুদ্ধদার বৈঠক বসেন।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা জানান, বৈঠক শেষে ম্যানেজিং বোর্ডের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, হাজী সেলিম, বাচ্চু মিয়া, গাজী সরোয়ার হোসেন বাবুসহ সকলেই খুব শিগগিরই বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন।

 

তারা জানান, ২০১৬ সালের ডিসেম্বর মাসে নিয়োগপ্রাপ্ত নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনারদের ওই বছরের ডিসেম্বর ও ২০১৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এখনও বকেয়া। এ ব্যাপারে আজ কোনো সিদ্ধান্ত হয়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১, ২০১৮ ১১:৩৫ পূর্বাহ্ণ