১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

এশিয়ান গেমসে হকির জুরি বোর্ডের সদস্য বাংলাদেশের রশিদ শিকদার

স্পোর্টস ডেস্ক:

আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমব্যাংয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে হকির জুরি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশের রশিদ শিকদার। যিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক।

এটা বাংলাদেশের হকির জন্য বড় এক অর্জন। ২৫ এপ্রিল এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী রশিদ শিকদারকে এ মনোনয়নের চিঠি দিয়েছেন। এর আগে বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী একাধিকবার বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে জুরি বোর্ডের সদস্য ও জাজের দায়িত্ব পালন করেছেন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ থেকে প্রথম জুরি বোর্ডের সদস্য মনোনীত হলেন রশিদ শিকদার।

দৈনিক দেশজনতা/এন এইচ
প্রকাশ :মে ১, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ