১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা পর্ন তারকার

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল। সোমবার নি্উ ইয়র্কের ডিস্ট্রিক কোর্টে তিনি এ মামলা করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল টুইটারবার্তায় ট্রাম্প স্টর্মি সম্পর্কে মিথ্যা ও মানহানিকর বিবৃতি দিয়েছেন। ট্রাম্পের টুইট বার্তার আগে স্টর্মি এক ব্যক্তির স্কেচ এঁকে জানান, ২০১১ সালে ওই ব্যক্তিকে তাকে হুমকি দিয়ে বলেছিল ‘ট্রাম্পকে একা থাকতে দাও।’ স্টর্মির দাবি, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইন টাচ নামে একটি সাময়িকীতে সাক্ষাৎকার দিতে রাজী হওয়ার পর লাস ভেগাসের একটি গাড়ি পার্কিংয়ের স্থানে ওই ব্যক্তি তাকে হুমকি দিয়েছিল।

ট্রাম্প পরে টুইটারে লিখেছিলেন, ‘কয়েক বছর পর অস্তিত্ত্বহীন একজন মানুষের স্কেচ। সম্পূর্ণ বাজে কাজ, বোকার জন্য খেলছে মিথ্যা সংবাদের গণমাধ্যম।’ স্টর্মির মামলার আবেদনে বলা হয়েছে, ‘২০১১ সালে মিস ক্লিফর্ডকে যে হুমকি দেওয়া হয়েছিল ট্রাম্পের বিবৃতিতে অসত্যভাবে তার প্রতি হামলা চালানো হয়েছে। ট্রাম্পের বিবৃতি মিথ্যা ও মানহানিকর।’

এতে আরো বলা হয়েছে, ‘ট্রাম্পের মিথ্যা ও মানহানিকর বিবৃতির জন্য মিস ক্লিফর্ডের ক্ষতি হয়েছে, যার মূল্য অনুর্ধ্ব ৭৫ হাজার মার্কিন ডলার।’ চলতি বছরের প্রথম দিকে মার্কিন গণমাধ্যম জানায়, ২০০৬ সালে স্টর্মির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। কিন্তু ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মির মুখ বন্ধ রাখতে তাকে নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প।

প্রকাশ :মে ১, ২০১৮ ১১:১১ পূর্বাহ্ণ