১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৩

বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন এক পাকিস্তানী!

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। অভিবাসী বিতর্কে আম্বার রাড এর পদত্যাগের পর আজ সোমবার সকালে সাজিদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে।

জানা গেছে, বর্তমান মন্ত্রীসভার বানিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন সাজিদ জাভিদ। এর আগে ২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি। এ ছাড়াও ব্যাক্তিগত জীবনে ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ছিলেন তিনি।

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের বাবা ১৯৬০ এর দশকে পাকিস্তান থেকে এদেশে এসে প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হন। পরে বাস চালাতেন।

ব্রিটেনে অবৈধ অভিবাসী বিতাড়ন সম্পর্কিত সরকারি নীতি নিয়ে কেলেঙ্কারির মুখে রোববার রাতে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড।

পরদিনই তার জায়গায় সাজিদ জাভিদের নিয়োগ বিস্ময় তৈরি করেছে।

শুধু প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূতই নয়, এই প্রথম কোনো মুসলিম ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ  একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ৯:১২ অপরাহ্ণ