১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

চোখের কালি দূর করার ঘরোয়া উপায়

লাইফ স্টাইল ডেস্ক:

চোখের নিচের কালো দাগ থাকলে স্বাভাবিকভাবেই আপনার সৌন্দয্যে ব্যাঘাত ঘটায়। এ সমস্যাটি দেখা দেয়, সাধারণত রাতেপর্যাপ্ত ঘুম না হলে। আবার অনেকে পর্যাপ্ত ঘুমালেও এ সমস্যাটি দেখা দিতে পারে। তাই এটাকে অনেকেই রোগ হিসাবে চিহিৃতকরে থাকেন।

এ পরিস্থিতি থেতে আপনি কি থেকে মুক্তি পেতে চান? কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে সহজেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন যেভাবে এই কালো দাগ দূর করবেন-

১. কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও

ব্যবহার করতে পারেন।

২. দুটি চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালি দূর করতে সাহায্য করে।

৩. দু’টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর পনেরো মিনিট রাখুন।

৪. ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভাল ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।

৫. খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে।

৬. কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।

৭. চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ৮:৫৩ অপরাহ্ণ