১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

হবিগঞ্জে মাদক পাচারকালে গ্রেপ্তার ৪

হবিগঞ্জ প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাশিমনগর সমজদিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদরেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়ার ফরিদ মিয়া (৩২)  তার স্ত্রী আশা বেগম (২৫), একই উপজেলার কমলপুর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী অনুফা বেগম (৩৮), একই গ্রামের আম্বর আলীর স্ত্রী শান্তি বেগম (৪০)। তাদের দেহ তল্লাশী করে ১শ ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ দুপুরে মাধবপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরার নির্দেশে হবিগঞ্জকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ পরিদর্শক তদন্ত কাওছার আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ৫:০৫ অপরাহ্ণ