নিজস্ব প্রতিবেদক:
ভল্টে থাকা ৫০ কোটি রুপি ভারতের কাছ থেকে পাল্টে আনতে বহু চেষ্টা-তদবির করেও সাড়া পাচ্ছে না বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর চিঠি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে। কলকাতায় থাকা সোনালী ব্যাংকের শাখা নিয়মিত যোগাযোগ রেখেছে। তবু বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা ভারতের বাতিল করা ৫০ কোটি রুপির ৫০০ ও ১০০০ রুপির নোট বদল করে দিচ্ছে না ভারত। সর্বশেষ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও অনুরোধপত্র পাঠানো হয়েছে। তাতেও সাড়া মিলছে না। বাংলাদেশের সীমান্ত পথ ও বন্দরে চোরাচালানসহ বিভিন্ন মাধ্যম থেকে আটক ভারতীয় নোট বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়। ভারতে চিকিৎসা ও ভ্রমণ শেষে অবশিষ্ট অর্থও বাংলাদেশের মানুষের কাছে জমা ছিল। ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হওয়ার পর বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসব নোট জমা হয়। এছাড়া সীমান্ত হাটে কেনাবেচার সময়ও প্রায় ৫ কোটি ভারতীয় রুপির নোট ব্যবসায়ীদের কাছে জমা ছিল। ভারতের নোট বাতিল হওয়ার পর রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের মাধ্যমে এসব নোট জমা করে বাংলাদেশ ব্যাংকে। যার মোট পরিমাণ প্রায় ৫০ কোটি টাকার সমান।
দৈনিক দেশজনতা/এন এইচ