১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

চীনে বাস দুর্ঘটনায় ১০ জন নিহত

গুইয়াং, ১৭ এপ্রিল ২০১৭ (বাসস) : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশে সোমবার মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। বাসটি একটি নদীতে পড়ে গেলে হতাহতের ঘটনাটি ঘটে।
কাউন্টি সরকারের এক বিবৃতিতে বলা হয়, গুইঝু প্রদেশের রাজধানী গুইয়াংয়ের উপকণ্ঠে কায়াংয়ে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, ১৯ আসন বিশিষ্ট বাসটি মহাসড়কের একটি সেতু থেকে উল্টে নদীতে পড়ে যায়। এতে এখনো চারজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সরকার ঘটনাটি তদন্ত করছে।

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৭ ১:০৮ পূর্বাহ্ণ