ঢাকা, ১৭ এপ্রিল,২০১৭ (বাসস) : অর্থমন্ত্রী এএমএ মুহিত নতুন ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট-২০১২ অনুযায়ী ১ জুলাই থেকে শুরু হওয়া আগামী অর্থবছরে পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের ব্যাপারে তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
আজ মন্ত্রী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়স্থ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘এটি (নতুন ভ্যাট আইন) ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এবং ভ্যাটের হার হবে ১৫ শতাংশ।’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি সালমান এফ রহমান এবং আরো কয়েকজন ব্যবসায়ী নেতা বৈঠকে অংশ নেন।
আলোচনাকে ফলপ্রসূ উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ী সম্প্রদায় ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের উপায় খুঁজে বের করতে তারা আবারো বৈঠকে বসবেন।
তিনি আরো বলেন, এই ভ্যাট আইন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আবার সাধারণ মানুষের স্বার্থও রক্ষা করতে হবে।
তোফায়েল বলেন, নতুন ভ্যাট আইন কার্যকরে সরকার একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।