আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ স্থানে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এএফপির চিফ ফটোগ্রাফার শাহ মারাইসহ কমপক্ষে তিনজন সাংবাদিক রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
রাজধানী কাবুলের শাসদারাক এলাকায় বিস্ফোরণের এ ঘটনায় প্রাথমিকভাবে ২৭ জনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। তবে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
যেখানে হামলার ঘটনা ঘটেছে তার আশেপাশে ন্যাটো, সিআইএ ও আফগান প্রতিরক্ষা দফতর অবস্থিত।
ঘটনাস্থলে প্রথম বোমাটি বিস্ফোরণের কিছুক্ষণের ব্যবধানে পরের বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী হামলা ছিল বলে জানা গেছে। মোটরসাইকেলে করে এক ব্যক্তিকে আত্মঘাতী হামলা চালাতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা।
প্রথম বোমাটি বিস্ফোরিত হওয়ার পর সে স্থানে সাংবাদিক ও উদ্ধারকারীরা ভিড় করে। এরপর সেখানে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে উদ্ধারকারী ও সাংবাদিকরা হতাহত হয়।
বোমা হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
দৈনিক দেশজনতা/ টি এইচ