১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৭

গাজীপুরে দেয়াল চাপা ও বজ্রপাতে ২ নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রবিবার ঝড় ও বৃষ্টির কারনে ঘরের দেওয়ালের নীচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। এসময় এক দম্পতি ও তাদের শিশু সন্তান আহত হয়েছে। নিহতের নাম সুরবালা মালো (৬০)। সে কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের মৃত দুখাই মালোর মেয়ে। এছাড়াও বজ্রপাতের অপর ঘটনায় এক গৃহবধূ নিহত ও তার সন্তান আহত হয়েছে।

বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য শুকেন্দ্র চন্দ্র কুমার বিনো ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের সুরবালা রবিবার সকালে বৃষ্টির কারণে প্রতিবেশী বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার মরণ বিশ্বাসের বাড়ী আশ্রয় নেয়। এসময় ওই এলাকায় বৃষ্টিসহ ঝড় শুরু হয়। ঝড়বৃষ্টির একপর্যায়ে মরণ বিশ্বাসের মাটির ঘরের একপাশের দেওয়াল হঠাৎ ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়া ওই দেওয়ালের নীচে চাপা পড়ে সুরবালা মালো (৬০) ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনায় মরণ বিশ্বাস, তার স্ত্রী মঙ্গলী বিশ্বাস ও তাদের শিশু সন্তান মনসা দেবী (২) গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে শিশু মনসা দেবীর অবস্থা আশংকাজনক বলে তার স্বজনরা জানিয়েছে।

এদিকে একইদিন দুপুরে গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে এক গৃহবধূ নিহত ও তার ছেলে আহত হয়েছে। নিহতের নাম বিলকিস বেগম (৪৩)। সে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের কালু কবিরাজের স্ত্রী।

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাদির জানান, ঝড়ে উপড়ে পড়া গাছের ডালপালা কাটার কাজ রবিবার দুপুরে করছিল বিলকিস বেগম। একাজে সহযোগিতা করছিল তার ছেলে জহিরুল ইসলাম (২০)। কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে বিলকিস বেগম ঘটনাস্থলেই নিহত ও তার ছেলে আহত হয়। আহত জহিরুলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:৫০ পূর্বাহ্ণ