১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০

বৈরী আবহাওয়া: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

এদিকে এ রুটে ছোট-বড় যানবাহন নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় রয়েছে ফেরিগুলো। বিআইডব্লিউটিসি দৌলতদিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:৪৭ পূর্বাহ্ণ