১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। শনিবার রাতে উপজেলার চেচুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শামীম আল মামুন (২৭) উপজেলার হিন্নাইপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে। এ সময় তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার সকালে র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার চচুয়া গ্রামে অভিযান চালিয়ে শামীমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত শামিম জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহপূর্বক মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করেন এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছেন।

এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ৩:৫৭ অপরাহ্ণ