১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  এবং ১ জন আহত হয়েছেন ।

জানা গেছে, আজ রোববার সকাল ৭টায় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ ১১-০৬৭৫) বগার বাজার রাঙ্গামাটি এলাকায় মহাসড়কের উপর দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানে থাকা শরিয়তপুরের আব্দুল মোতালেব (৬০) ঘটনাস্থলে নিহত হন এবং চালক ভোলার তজুমদ্দিন উপজেলার সিংহপুর গ্রামের শাহাব উদ্দিন (৩৫) গুরুতর আহত হন। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত চালক শাহাব উদ্দিনকে উদ্ধার করে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অপরদিকে শনিবার রাত ৮টার দিকে মহাসড়কের চেলেরঘাট রায়মনি এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে স্থানীয় আব্দুল ফালানী (৫৫) ঘটনাস্থলেই নিহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা ব্যক্তিদের স্পেডারের মাধ্যমে উদ্ধার করি। আহত ব্যাক্তিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং নিহতদের ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ৩:৪৬ অপরাহ্ণ