১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবে মার্কিন বিশেষজ্ঞ দল

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার বন্ধ করে দেয়া পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে মে মাসে মার্কিন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানাবে দেশটি।

রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর এ কথা জানিয়েছে। খবর এএফপির।

প্রেসিডেন্টের মুখপাত্র ইয়োন ইউং-চান জানান, ‘কিম বলেছেন যে তিনি মে মাসে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়াটি দেখাতে তিনি শিগগিরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবেন।’

ওই মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে শুক্রবারের ঐতিহাসিক সম্মেলন চলাকালে কিম এমন কথা বলেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ১:২৬ অপরাহ্ণ