২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৯

আজীবন সম্মাননা ফিরিয়ে দিলেন কিংবদন্তি নারী ক্রিকেটার এডুলজি

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট বিশ্বে ডায়ানা এডুলজির নামটা খুব একটা পরিচিত না হলেও ভারতে তাকে সবাই কিংবদন্তি হিসেবেই চিনেন।

দেশটির নারী ক্রিকেটের জাগরণে তার অসাধারণ ভূমিকা আছে। আর এ কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে আজীবন সম্মাননার জন্য মনোনীত করেছে। -খবর ইএসপিএন এর।

কিন্তু এতবড় সম্মানটাও অবলীলায় ফিরিয়ে দিলেন তিনি। ভারতীয় সর্বোচ্চ আদালত ক্রিকেট বোর্ডের সংস্কারের জন্য যে কমিটি গঠন করে দিয়েছেন, তিনি তার অন্যতম সদস্য।

তিনি কোনো স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়তে চান না। নিজের নামে কোনো কলঙ্ক ছড়িয়ে পড়ুক, তাও তিনি চাননি। এ জন্য সম্মাননাটি ফিরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই সাবেক কিংবদন্তি।

এডুলজি ১৯৭৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিজের ক্রিকেট ক্যারিয়ারে ২০ টেস্ট ও ৩৪টি একদিনের ম্যাচ খেলেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, আমি জানতে পেরেছি, ক্রিকেট বোর্ডের পুরস্কার কমিটি আমাকে আজীবনের সম্মাননায় ভূষিত করেছেন। কিন্তু কেবল আমিই না, সুপ্রিমকোর্টের মনোনীত কমিটির কোনো সদস্যই এ সম্মাননা নিতে পারেন না।

তিনি বলেন, কমিটির সদস্য হিসেবে এই সন্ধিক্ষণে এমন সম্মাননা নেয়া যথাযথ কাজ হবে না। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আমি এ নিয়ে কথা বলেছি। তাদের সবাই আমার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে আমাকে এই মহামূল্যবান সম্মাননায় ভূষিত করায় পুরস্কার কমিটিকে আমি ধন্যবাদ না দিয়ে পারি না।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড ২০১৬-১৭ সালের আজীবন সম্মাননার জন্য এডুলজিসহ প্রয়াত ভারতীয় ক্রিকেটার পংকজ রায়ের নামও ঘোষণা করেছিল। এ ছাড়া ২০১৭-১৮ সালের জন্য অংশুমান গায়কোয়াড় ও নারী ক্রিকেটার সুধা শাহের নাম সম্মাননার তালিকায় রাখা হয়।

এডুলজি বলেন, এই মুহূর্তে বিসিসিআইতে আমি যে ভূমিকা পালন করছি, তাতে এই পুরস্কার গ্রহণ শোভন হবে না। সমালোচনার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ১:২০ অপরাহ্ণ