১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সেই কৃষকের নাম আব্দুর রহিম (৫০)। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রহিমের বাড়ি মৌলভীবাজার জেলায় বলে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, সকালে দরুইন গ্রামে ধান কাটার জন্য যান কয়েকজন কৃষক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন রহিম। তিনি আরও জানান, পরে সঙ্গে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ১২:২৪ অপরাহ্ণ